BREAKING NEWS
Showing posts with label Windows All Version. Show all posts
Showing posts with label Windows All Version. Show all posts

Windows Driver Problem Solution

 

Windows Driver Problem Solution

icoDriver softwareversize 1-drivedownload mega
Iobit Driver Booster Pro8.426  Download Download
Easy Driver Pro5.76.1   Download Download

কিভাবে বুঝবো আমার কম্পিউটারে Driver Problem আছে?
এটা বুঝার সবচেয়ে স‍হজ উপায় হলোঃ আপনার কম্পিউটারে যদি Brightness কমাতে বাড়াতে না পাড়েন তাহলে বুঝে যাবেন, Driver Problem আছে। এছাড়াও Driver দেয় না-থাকলে Sound, Display Regulation ইত্যাদি Windows setup দেয়াপর ঠিক ভাবে কাজ না করে তখন Driver Update দিলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে থাকে।

কোনটা ব্যব‍হার করবোঃ
আমার মতামত হলো কোনটাই ব্যব‍হার করার দরকার নেই যদি আপনি Windows 10 এবং windows 11 ব্যব‍হার করে থাকেন। এই Windows গুলোতে Update দিলে Automatic Driver Problem সমাধান হয়ে যায়। আর যদি আপনি Windows 10 এর নিচের যেকোন Version Use করেন তাহলে অব‍শ্যই এই Software গুলো ব্যব‍হার করেই আপনাকে Driver Update দিতে হবে।

Driver Booster vs Easy Driver কোনটা ভালোব্যাক্তিগত সাজেশন থাকবে Iobit driver Booster টা ব্য‍ব‍হার করুন। এটা প্রফোশনাল সফ্‌টওয়ার। তবে Easy Driver টার ফাইল Size কম এবং আমি একসময় এটাই ব্যব‍হার করে‍ছি তাই এটাও দিয়ে দিয়েছি। দুটো দিয়েই আপনার কাজ হয়ে যাবে।

Driver Update দেয়ার জন্যে অব‍শ্যই Internet সংযোগ থাকতে হবে।

Password
techthemotiur

Windows All Version

 

Windows All Version

nologowindows isobitvisit
1.Windows XP DOWNLOAD
2.Windows 7 DOWNLOAD
3.Windows 8.1 DOWNLOAD
4.Windows 10 DOWNLOAD
5.Windows 11 DOWNLOAD

এখানে সবগুলো ভার্সন Pre-Activated সুতরাং কোন সিরিয়াল-কি, এক্টিভেটর এর প্রয়োজন নেই। Install করলেই Automictic Windows Activated হয়ে যাবে। তারপরো যদি এক্টিবেশন চায় তাহলে নিচের Medicine file দিয়ে active করে নিন।

Medicine DOWNLOAD

এই প্রত্যেকটা Windows Version আমি সংগ্রহ করে আমার পিসিতে ব্যব‍হার করে, করে সার্ভারে আপ‍োড করেছি। শুধু তাই নয় প্রত্যেকটা windows এর জন্যে সঠিক Serial Key, Activator, সংগ্রহ করে আপনাদের লিংক দিয়েছি। যাতে windows install করার পর আপনাদের কষ্ট করতে না হয়।

এই পোস্ট‍টা করতে আমার কয়েক মাস পড়ালেখা বাদ দিয়ে দিন রাত পরিশ্রম করতে হয়েছে। আমি যে কি অমানবিক সময় ব্যয় করেছি। এটা আপনি চিন্তা করলে অবাক হবেন। এই website এর রিসোর্সেগুলো পেছনে আমি যে পরিমান টাকা এবং সময় ব্যয় করেছি এটা এটা যদি অন্য কোথায় দিতাম তাহলে আমি লাক-লাক টাকা ইনকাম করতে পারতাম। আমার এই website এর প্রত্যেকটা পোস্ট করারা জন্যে আমাকে অনেক রিসার্চ আর সময় ব্যয় হয়।

পৃথবীর সবচেয়ে স‍হজ উপায়ে Windows উপায়।

Password
techthemotiur

 Download করতে সমস্যার হলে স্টেপগুলো অনুসরন করুন 

  • যেকোন Software Download করার জন্যে সর্বদা Internet Download Manager ব্যব‍হার করুন। সর্বোচ্চ Download Speed পাবেন।  🔗DOWNLOAD
  • Google Drive এবং Mega এর দুটি Download Link দেয়া আছে সুতরাং একটি কাজ না করলে অন্যটি ব্যব‍হার করুন।
  • আপনাদের Download প্রক্রিয়াকে আরো স‍হজ করার জন্যে, Post এর নিচে Download করার জন্যে আরো একটি Alternative Server এর Download Link (Terabox) দেয়া আছে। আপনি চাইলে এটিও ব্যব‍হার করতে পারেন। তবে Terabox থেকে Download করার সময় মনে রাখবেনঃ
  •  Tera box থেকে Download করার সময় প্রথমবার Original Software টি  Download না হয়ে, 85 mb এর Tera box Download Manager, Download হবে। প্রথমে এটি  Install করে নিবেন, তারপর Download করার চেষ্টা  করবেন।

 Install করতে যদি সমস্যা হয় তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ কর‍ুন 

  • Download করার পর Sofware File টিকে Open করার জন্যে আপনার কম্পিউটারে অবশ্যই Win-RAR নামক ছোট 6 mb এর একটি Software টি Install থাকতে হবে।
  • যদি আপনার কম্পিউটার Win-RAR Install না থাকে, না থাকে  তাহলে Software টি কোনভাবেই Open করতে পারবেন না।
  • Win-RAR Software টি Download করতে এখনে ক্লিক করুন🔗 DOWNLOAD
  • এবার ফাইলটিতে Double Click করলে Password এর জায়গায় techthemotiur লিখুন।
  • আমাদের Software গুলো ১০০% ভাইরাস মুক্ত। তবু File Extract করার সময় আপনার কম্পিউটার যদি আমাদের Software টিকে  Virus বলে Detect করে তাহলে Antivirus OFF করে দিন কিছুক্ষণের জন্যে।
  • আমাদের Software গুলো সাধারণ Pre-Activated সুতরাং Cracking-Patching এর ঝামেলা মুক্ত। Install করুন এবং সারা জীবণের জন্যে ফ্রেি-তে ব্যব‍হার করুন।

 যেকোন সমস্যার জন্যে কমেন্ট করুন। আমাদের টিম সমাধান দেয়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ। 

 
Back To Top
Copyright © 2014 HaSu BD24. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates