BREAKING NEWS
Showing posts with label পাসপোর্ট. Show all posts
Showing posts with label পাসপোর্ট. Show all posts

পাঁচ ধাপে হাতে পাবেন ই-পাসপোর্ট-E-Passport

 August 23, 2022

 

মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জরুরী(E-Passport) ই-পাসপোর্ট ০৭ কর্মদিবস এবং সাধারণ (E-Passport) ই-পাসপোর্ট ২১ কর্মদিবসের মধ্যে হাতে পেতে পারেন । আজকের লেখার মাধ্যমে মূলত মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জরুরী (E-Passport) ই-পাসপোর্ট পাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন সাফন দাস। 

▶ ১ম ধাপ : Step-1

প্রথম ধাপে আপনাকে খোঁজ নিতে হবে যে, আপনার নির্ধারিত এলাকায় (E-Passport) ই-পাসপোর্ট সেবা  ইতিমধ্যে উপলব্ধ কি না তা পরীক্ষা করা? যাদি আপনার এলাকায় (E-Passport) ই-পাসপোর্ট সেবা উপলব্ধ থাকে তাহলে তো কোন কথায় নেই।

▶ (E-Passport) ই-পাসপোর্ট সেবা উপলব্ধ অফিসের তালিকা দেখুন এখানে।

▶ ২য় ধাপ : Step-2

দ্বিতীয় ধাপটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে মূলক আপনাকে অনলাইনে আপনার (E-Passport) ই-পাসপোর্টের সকল তথ্য পূরণ করতে হবে। অনলাইনে (E-Passport) ই-পাসপোর্ট পূরন করার পর্বে দেখুন আপনার কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আছে কি না? যেমন: জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি। 

▶ (E-Passport) ই-পাসপোর্ট আবেদনের লিংক

▶ ৩য় ধাপ : Step-3

তৃতীয় ধাপে আপনাকে (E-Passport) ই-পাসপোর্ট এর নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে  পেমেন্ট সম্পন্ন করতে হবে। অনলাইনে আপনার ফরম পূরণ শেষ হলে একটি পেমেন্ট স্লিপ পাবেন। সেটি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নির্ধারিত ব্যাংক মারফত ফি প্রদান করবেন।

▶ (E-Passport) ই-পাসপোর্ট পাসপোর্ট ফি এবং ব্যাংকের তালিকা দেখুন এখানে।

▶ ৪র্থ ধাপ : Step-4

(E-Passport) ই-পাসপোর্ট হাতে পাওয়ার চতুর্থ ধাপটি হচ্ছে বায়োমেট্রিক তালিকা ভুক্তি পদ্ধতি। এ পদ্ধতিতে মূলক আপনার ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট নেওয়া, চোঁখের রেটিনা নেওয়া প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আপনাকে (E-Passport) ই-পাসপোর্ট ডেলিভারী স্লিপ প্রদান করা হবে। তবে হ্যা,  আপনি যখন পাসপোর্ট অফিসে বায়োমেট্রিকের জন্য যাবেন তখন আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে তা নিশ্চিত হয়ে যাবেন।

▶ প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)।
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)।
৩। পেমেন্ট স্লিপ ।
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে) ।
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে) ।
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)।
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি।

▶ ৫ম ধাপ : Step-5

(E-Passport) ই-পাসপোর্ট প্রাপ্তিরর সর্বশেষ ধাপটিতে পাসপোর্ট তালিকাভুক্তির সময় আপনি প্রাপ্ত ডেলিভারি স্লিপটি প্রদর্শন করে আপনি আপনার কাংখিত (E-Passport) ই-পাসপোর্টটি বিভাগীয় পাসপোর্ট অফিস হতে সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, আপনি যদি কোন কারনে নিজে পাসপোর্ট সংগ্রহ করতে না যেতে পারেন তবে আপনি আপনার অনুমোদিত প্রতিনিধিরা (তার এবং আপনার জাতীয় পরিচয়পত্র কার্ড প্রদর্শন করে) আবেদনকারীর নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। 

লেখাটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। 

ই-পাসপোর্ট সেবা পাবেন যেসব অফিসে

 August 23, 2022

 

বাংলাদেশে সম্প্রতি (E-Passport) ই-পাসপোর্ট সেবা চালু করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেশে (E-Passport) ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে (E-Passport) ই-পাসপোর্ট সেবা সমূহ মানুষের জীবন-যাত্রার মানকে এবং দেশের (E-Passport) ই-পাসপোর্ট ব্যবস্থাকে বিশ্বের কাছে উন্নত করে তুলেছে। আজকের লেখার মাধ্যমে মূলত বাংলাদেশের কোন কোন পাসপোর্ট অফিসে (E-Passport) ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে তার তালিকা  আপনাদের সামনে তুলে ধরেছেন সাফন দাস।

▶ E-Passport Offices are functional:▶ ই-পাসপোর্ট কার্যক্রম চালু আছে
1. Agargaon১। আগারগাওঁ 
2. Jatrabari২। যাত্রাবাড়ি 
3. Uttara৩। উত্তরা 
4. Dhaka Cantonment৪। ঢাকা ক্যান্টনমেন্ট 
5. Bangladesh Secretariate৫। বাংলাদেশ সচিবালয়
6. Gazipur৬। গাজীপুর 
7. Mansurabad৭। মনছুরাবাদ 
8. Mymensingh৮। ময়মনসিংহ 
9. Ministry of Foreign Affairs৯। পররাষ্ট্র মন্ত্রণালয় 
10. Gaibandha১০। গাইবান্ধা
11. Gopalganj১১। গোপালগঞ্জ 
12. Manikganj১২। মানিকগঞ্জ 
13. Narsingdi১৩। নরসিংদী 
14. Noakhali১৪।নোয়াখালী 
15. Feni১৫। ফেনী 
16. Chandgaon১৬। চাঁদগাওঁ 
17. Comilla১৭। কুমিল্লা
18. Munshiganj১৮। মুন্সিগঞ্জ
19. Sylhet১৯। সিলেট
20. Moulovibazar২০। মৌল্ভিবাজার 
21. Sunamganj২১। সুনামগঞ্জ 
22. Habiganj২২। হবিগঞ্জ
23. Jashore২৩। যশোর 
24. Khulna ২৪। খুলনা
25. Kushtia২৫। কুষ্টিয়া 
26. Brahmanbaria২৬। বি-বাড়িয়া 
27. Rajshahi২৭। রাজশাহী 
28. Chapainawabganj২৮। চাপাইনবাবগঞ্জ
29. Bogura২৯। বগুড়া 
30. Rangpur৩০। রংপুর
31. Dinajpur৩১। দিনাজপুর
32. Naogaon৩২। নওগাঁ
33. Joypurhat৩৩। জয়পুরহাট 
34. Barishal৩৪। বরিশাল
35. Patuakhali৩৫। পটুয়াখালি
36. Pabna৩৬। পাবনা
37. Sirajganj৩৭। সিরাজগঞ্জ 
38. Kishoreganj৩৮। কিশোরগঞ্জ 
39. Natore৩৯। নাটোর 
40. Magura৪০। মাগুরা 
41. Norail৪১। নড়াইল 
42. Lakshmipur৪২। লক্ষ্মীপূর 
43. Tangail৪৩। টাঙ্গাইল
44. Jamalpur৪৪। জামালপুর 
45. Sherpur৪৫। শেরপুর 
46. Netrokona৪৬। নেত্রকোনা 
47. Madaripur৪৭। মাদারীপুর 
48. Faridpur৪৮। ফরিদপুর 
49. Rajbari৪৯। রাজবাড়ি 
50. Jhenidah৫০। ঝিনাইদহ 
51. Satkhira৫১। সাতক্ষীরা
52. Bagerhat৫২। বাগেরহাট
53. Bhola৫৩। ভোলা 
54. Barguna৫৪। বরগুনা
55. Chudanga৫৫। চুয়াডাঙ্গা 
56. Jhalokhathi৫৬। ঝালকাঠি 
57. Kurigram৫৭। কুড়িগ্রাম 
58. Lalmonirhat৫৮। লালমনিরহাট 
59. Meherpur৫৯। মেহেরপুর
60. Nilphamari৬০। নীলফামারী 
61. Panchagar৬১। পঞ্চগড় 
62. Pirojpur৬২। পিরোজপুর 
63. Shariatpur৬৩। শরিয়তপুর
64. Thakurgaon৬৪। ঠাকুরগাঁও
65. Bandarban৬৫। বান্দরবান 
66. Chandpur৬৬। চাঁদপুর 
67. Coxs Bazar৬৭। কক্সবাজার
68. Khagrachori৬৮। খাগড়াছড়ি 
69. Narayanganj ৬৯। নারায়নগঞ্জ 
70. Rangamati৭০। রাঙামাটি

 

 লেখাটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

 
Back To Top
Copyright © 2014 HaSu BD24. Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates