মাইগভ সেবা ব্যবস্থাপনা করবেন যেভাবে

Md Hasem Reza Hasu
By -
0

 Read

মাইগভ অ্যাপের মাধ্যমে জনগণের নিকট সরকারি সেবা সহজেই পৌঁছে দিতে মাইগভ সেবা ব্যবস্থাপনা করবেন যেভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই কিভাবে সরকারি কর্মচারীদের মাইগভ সেবা পোর্টালের মাধ্যমে সেবা ব্যবস্থাপনা করবেন এবং সেবা প্রাপ্তি নিশ্চিত করবেন।

মাইগভে সেবা ব্যবস্থাপনা (মাইগভ সার্ভিস ম্যানেজমেন্ট) কাজটি করার জন্য যেকোনাে ব্রাউজারের মাধ্যমে মাইগভে log in করুন।

মাইগভ সেবা ব্যবস্থাপনা

ধাপ-০১: আপনার প্রােফাইল ছবিতে ক্লিক করলে চারটি অপশান দেখতে পাবেন। সেখান থেকে সেবা ব্যবস্থাপনা অপশনটি খুঁজে বের করে তার ওপরে ক্লিক করুন।

ধাপ-০২: বাম দিকে খেয়াল করুন, সেখানে অনেকগুলাে অপশান রয়েছে, যেখান থেকে আপনাকে ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করতে পারেন। ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করার পর, সেবাগ্রহীতার প্রােফাইল নামক একটি পেইজ সামনে আসবে যার, তিনটি সাব অপশান রয়েছে যথাক্রমেডকুমেন্টস, সংযুক্তি ও প্রাপ্ত সেবা।

ডকুমেন্টস বাটনটিতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ৯ ধরণের দলিল বা কাগজপত্র জমা
দেয়ার অপশন রয়েছে-

• ছবি • জাতীয় পরিচয়পত্র (আবেদনকারীর) • পাসপাের্ট • জন্ম নিবন্ধন সনদ • আয়কর সনদ • স্বাক্ষর • এস.এস.সি সার্টিফিকেট • সর্বশেষ শিক্ষাগত যােগ্যতার সনদ • জীবন বৃত্তান্ত;

মাইগভ সেবা ব্যবস্থাপনা ডকুমেন্ট আপলোড পদ্ধতি

মাইগভ সেবা ব্যবস্থাপনায় ডকুমেন্ট আপলোড পদ্ধতি

ধাপ-০১: এবার আমরা ডকুমেন্টসে ছবি যুক্ত করার কৌশলটি দেখে নিব। ছবি যুক্ত করতে ডান দিকে আপলােড
অপশানে ক্লিক করুন।

ধাপ-০২: ফাইল সংযুক্ত করুন নামক একটি পেইজ দেখতে পাবেন যেখানে বলা হয়েছে ছবির সর্বোচ্চ ফাইলের আকার ২ মেগাবাইট এবং ছবির অনুমােদিত ফাইল এক্সটেনশান হলাে gif, png, jpg .jpeg ও pdf

ধাপ-০৩: আপনার কম্পিউটারে আগে থেকে সেভ করে রাখা ছবিটি ক্লিক করে এখানে যুক্ত করুন এবং একটি ফাইল নাম লিখে দিন।

ধাপ-০৪: এবার ডান দিকে আপলােড বাটনে ক্লিক করলে ছবিটি আপলােড সম্পন্ন হয়ে যাবে। ছবিটি ঠিকমত আপলােড হয়েছে কী না তা, যাচাই করতে ডান দিকে আই (i) এর মত অপশানে ক্লিক করে দেখে নিন।

এইভাবে আপনি খুব সহজেই ধাপে ধাপে ১ থেকে ৯ পর্যন্ত ডকুমেন্টস আপলােড সম্পন্ন করতে পারবেন;

এই ৯ (নয়) ধরণের ডকুমেন্টস ছাড়া যদি অন্য কোনাে সংযুক্তি ব্যবহার করা প্রয়ােজন হয় অর্থাৎ অ্যাপ্লিকেশন রিলেটেড ডকুমেন্টসসমূহ ডান দিকে সংযুক্তি অপশানে আপলােড করতে হবে।

আরেকুট ডান দিকে লক্ষ করুন। মাইগভে আপনি একজন নাগরীক বা সেবাগ্রহীতা হিসেবে যে সেবাসমূহ পেয়েছেন, তা প্রাপ্ত সেবা নামক একটি তালিকা এখানে দেখতে পাবেন।

আপনার জন্য আরও কিছু তথ্য:

Post a Comment

0Comments

Post a Comment (0)