August 23, 2022
মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জরুরী(E-Passport) ই-পাসপোর্ট ০৭ কর্মদিবস এবং সাধারণ (E-Passport) ই-পাসপোর্ট ২১ কর্মদিবসের মধ্যে হাতে পেতে পারেন । আজকের লেখার মাধ্যমে মূলত মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জরুরী (E-Passport) ই-পাসপোর্ট পাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন সাফন দাস।
▶ ১ম ধাপ : Step-1
প্রথম ধাপে আপনাকে খোঁজ নিতে হবে যে, আপনার নির্ধারিত এলাকায় (E-Passport) ই-পাসপোর্ট সেবা ইতিমধ্যে উপলব্ধ কি না তা পরীক্ষা করা? যাদি আপনার এলাকায় (E-Passport) ই-পাসপোর্ট সেবা উপলব্ধ থাকে তাহলে তো কোন কথায় নেই।
▶ (E-Passport) ই-পাসপোর্ট সেবা উপলব্ধ অফিসের তালিকা দেখুন এখানে।
▶ ২য় ধাপ : Step-2
দ্বিতীয় ধাপটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে মূলক আপনাকে অনলাইনে আপনার (E-Passport) ই-পাসপোর্টের সকল তথ্য পূরণ করতে হবে। অনলাইনে (E-Passport) ই-পাসপোর্ট পূরন করার পর্বে দেখুন আপনার কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আছে কি না? যেমন: জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি।
▶ (E-Passport) ই-পাসপোর্ট আবেদনের লিংক
▶ ৩য় ধাপ : Step-3
তৃতীয় ধাপে আপনাকে (E-Passport) ই-পাসপোর্ট এর নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। অনলাইনে আপনার ফরম পূরণ শেষ হলে একটি পেমেন্ট স্লিপ পাবেন। সেটি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নির্ধারিত ব্যাংক মারফত ফি প্রদান করবেন।
▶ (E-Passport) ই-পাসপোর্ট পাসপোর্ট ফি এবং ব্যাংকের তালিকা দেখুন এখানে।
▶ ৪র্থ ধাপ : Step-4
(E-Passport) ই-পাসপোর্ট হাতে পাওয়ার চতুর্থ ধাপটি হচ্ছে বায়োমেট্রিক তালিকা ভুক্তি পদ্ধতি। এ পদ্ধতিতে মূলক আপনার ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট নেওয়া, চোঁখের রেটিনা নেওয়া প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আপনাকে (E-Passport) ই-পাসপোর্ট ডেলিভারী স্লিপ প্রদান করা হবে। তবে হ্যা, আপনি যখন পাসপোর্ট অফিসে বায়োমেট্রিকের জন্য যাবেন তখন আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে তা নিশ্চিত হয়ে যাবেন।
১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)।
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)।
৩। পেমেন্ট স্লিপ ।
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে) ।
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে) ।
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)।
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি।
▶ ৫ম ধাপ : Step-5
(E-Passport) ই-পাসপোর্ট প্রাপ্তিরর সর্বশেষ ধাপটিতে পাসপোর্ট তালিকাভুক্তির সময় আপনি প্রাপ্ত ডেলিভারি স্লিপটি প্রদর্শন করে আপনি আপনার কাংখিত (E-Passport) ই-পাসপোর্টটি বিভাগীয় পাসপোর্ট অফিস হতে সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, আপনি যদি কোন কারনে নিজে পাসপোর্ট সংগ্রহ করতে না যেতে পারেন তবে আপনি আপনার অনুমোদিত প্রতিনিধিরা (তার এবং আপনার জাতীয় পরিচয়পত্র কার্ড প্রদর্শন করে) আবেদনকারীর নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
লেখাটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
0 Comments