উচ্চতর গ্রেড 2022 A to Z :
ইতি পূর্বে সময়ের বা অভিজ্ঞতার স্কেল কে আমরা টাইম স্কেল নামে জানতাম। সেই টাইম স্কেল হচ্ছে বর্তমানের উচ্চতর গ্রেড। বর্তমানে সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১৩ নং পৃষ্ঠার ১১.১০ আনুচ্ছেদে উচ্চতর স্কেলের ক্ষেত্রে যে কথাটি উল্লেখ করেছেন তা তুলে ধরা হলো।
শিক্ষক/প্রদর্শক/কর্মচারীগণ উচ্চতর গ্রেড 2022 A to Z এমপিও নীতিমালা আনুয়ায়ী
সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড 2022 A to Z এমপিও নীতিমালা আনুয়ায়ী
উচ্চতর গ্র্রেড পাবেন কারা
কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক ব্যাতিত সবাই উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। যেমন- প্রভাষক, সহকারী শিক্ষক, প্রদর্শক, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগন সকলেই উচচতর গ্রেড প্রাপ্য হবেন। স্কুলের ক্ষেত্রে প্রধান ও সহকারী প্রধান ব্যাতিত সহকারী শিক্ষক, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। এখানে কথা থাকে যে, প্রথম এমপিও হতে চাকরির বয়স ১০ বছর পূর্ণ হলে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।
১ম উচ্চতর গ্রেড প্রাপ্তির ৬ বছর পর চাকরির বয়স মোট ১৬ বছর পূর্ণ হলে ২য় উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। পূর্বে যেসকল শিক্ষক-কর্মচারী ৮ বছর পূর্তিতে টাইম স্কেল গ্রহন করেছেন তারা প্রথম এমপিও হতে ১৬ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ২য় উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না। যে সকল সহকারী শিক্ষক প্রথমে ১১ গ্রেডে এমপিও ভুক্ত হয়েছেন এবং পরবর্তীতে বি.এড স্কেল ১০ গ্রেড গ্রহণ করেছে। সে সকল শিক্ষকদের ক্ষেত্রে বি.এড স্কেল এমপিও হতে ১০ বছর পূর্ণ হলে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য হবে এবং পরবর্তী ০৬ বছর পূর্ণ হলে ২য় উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।
উচ্চতর গ্রেড 2022 A to Z অনলাইনে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
প্রভাষক, সহকারী শিক্ষক, প্রদর্শক, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী আবেদন লেখার সময় সকলের ক্ষেত্রে অনুচ্ছেদ ১১.১০ উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনের সময় নিম্নক্তো কাগজপত্র সংযুক্ত করতে হবে।
উচ্চতর গ্রেড আবেদন করলে বেতন কি কমে যাবে
স্কুল ও কলেজের উচ্চতর গ্রেড আবেদন করলে কোন ক্রমেই বেতন কমবে না বেতন পে-ফিক্সেশন হিসেবে বাড়বে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুয়ায়ী বেতন বিভাজন করা আছে। সেই বিভাজন অনুয়ায়ী বেতন বাড়বে। পে-কোড অনুযায়ী কোন শিক্ষক-কর্মচারীর বেতন বেশী বাড়বে শিক্ষক-কর্মচারীর বেতন কম বাড়বে কিন্তু বেতন বাড়বে এটাই সত্য।
আরও জানুন:
Post a Comment
0Comments