মাইগভ রেজিষ্ট্রেশন ও প্রোফাইল ব্যবস্থাপনার কৌশল

Md Hasem Reza Hasu
By -
0


চলুন আজকে জেনে নেই কিভাবে বাংলাদেশ সরকারের এক ঠিকানায় সব সেবা প্রদানকারী পোর্টাল মাইগভ রেজিষ্ট্রেশন ও প্রোফাইল ব্যবস্থাপনার কৌশল। আশা করছি এটি সম্পন্ন করার পর আপনি সহজভাবে মাইগভ পোর্টালে রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং প্রোফাইল আপডেট করবেন।

Contents [show]

মাইগভ রেজিষ্ট্রেশন

প্রিয় অংশগ্রহণকারী, ই-সেবা প্লাটফর্ম মাইগভে আপনাকে স্বাগত। এই পাঠ সহায়িকাটিতে মাইগভে কীভাবে রেজিস্ট্রেশন ও লগইন করতে হবে সে বিষয়ে আলােচনা করা হয়েছে।

ধাপ-১: আমরা প্রথমে মাইগভে প্রবেশের জন্য Google Chrome ব্রাউজারের মাধ্যমে এড্রেস বারে mygov.bd লিখে Enter প্রেস করে মাইগভের ওয়েবসাইটে প্রবেশ করবাে।

ধাপ-২: মাইগভের সাইটে প্রবেশ করলে এই রকম একটি হােম পেইজ আসবে। একেবারে উপরে ডানপাশে ‘লগইন’ এর ঠিক পাশেই ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করবাে।

ধাপ-৩: ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ফরম আসবে। এখানে নাম, মােবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস (যদি থাকে) লিখে নিবন্ধন বাটনে ক্লিক করবাে।

মাইগভ রেজিষ্ট্রেশন

ধাপ-৪: আপনার প্রদত্ত মােবাইল নম্বরে একটি ছয় সংখ্যার একটি/6TP যাবে, সেইসাথে স্ক্রিনে OTP প্রবেশের একটি ফরম দেখা যাবে। এখানে মােবাইলে আসা ছয় সংখ্যার OTP লিখে “সাবমিট করুন” বাটনে ক্লিক করবাে।

ধাপ-৫: “সাবমিট করুন” বাটনে ক্লিক করলেই স্ক্রিনে এবার পাসওয়ার্ড সােঢংয়ের অপশনগুলাে দেখা যাবে। এখানে পছন্দমতাে কমপক্ষে ৮ ডিজিটের পাসওয়ার্ড লিখবাে। Re-enter পাসওয়ার্ড এর ঘরে পুনঃরায় পাসওয়ার্ডটি লিখে নিবন্ধন এর উপর ক্লিক করলেই নিবন্ধন সম্পূর্ণ হওয়ার অভিনন্দন দেখা যাবে।

মাইগভে নিবন্ধন করতে সর্বনিম্ন কত সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হয়?

ক. ৮ সংখ্যার, খ. ১০ সংখ্যার, গ. ১২ সংখ্যার, ঘ. ১৪ সংখ্যার

মাইগভে লগইন করতে হলে কী কী তথ্য প্রবেশ করাতে হয়?

ক. ইমেইল ও মোবাইল নম্বর, খ. নাম ও মোবাইল নম্বর, গ. মোবাইল নম্বর ও পাসওয়ার্ড, ঘ. ইমেইল ও পাসওয়ার্ড

মাইগভ লগইন ও প্রোফাইল ব্যবস্থাপনা

এই পাঠ সহায়িকায় আপনারা একজন নাগরিক নিবন্ধনের পর কীভাবে প্রােফাইল ব্যবস্থাপনা করবেন তা আলােচনা করা হয়েছে।

মাইগভ ওয়েবসাইটে নিবন্ধনের পর লগইন করলে সরাসরি প্রােফাইল ব্যবস্থাপনার পেইজটি ওপেন হবে। প্রােফাইল নিবন্ধন সম্পূর্ণ করুন নামে একটি পপআপ উইন্ড দেখা যাচ্ছে।

প্রােফাইল সম্পূর্ণ করতে এখান থেকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন যে কোনাে একটি অপশন সিলেক্ট করে হালনাগাদ ও যাচাই করে নিতে হবে।

আপনি জাতীয় পরিচয়পত্র ক্লিক করলে একটি পপআপ উইন্ডাে দেখতে পাবেন, সেখানে জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এন্টার চাপলে অটোমেটিকেলি জাতীয় পরিচয়পত্র থেকে তথ্য হালনাগাদ হয়ে যাবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাই হবে।

অন্যভাবে আপনি যদি হােমপেজের উপরের ডান পাশে আপনার নামের জায়গায় ক্লিক করেন তাহলে একটি উইন্ডাে ওপেন হবে সেখানে সেবা ব্যবস্থাপনা, প্রােফাইল, পাসওয়ার্ড পরিবর্তন এবং লগ আউট বাটন দেখতে পাচ্ছেন এরপর প্রােফাইল বাটনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন।

মাইগভ লগইন ও প্রোফাইল ব্যবস্থাপনা

আপনার জন্য আরও কিছু তথ্য:

Post a Comment

0Comments

Post a Comment (0)